০৫:৩০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ২২-মে ২০২৫

খিলক্ষেতে অল্প বৃষ্টিতেই হাঁটু পানি: দূর্ভোগে এলাকাবাসী

প্রকাশ : ২১ মে, ২০২৫ ১০:২৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্নস্থানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের সড়কগুলো অনেক নিচু হওয়ায় বুধবার অল্প বৃষ্টিতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক। সড়কের বিভিন্ন জায়গায় গর্ত থাকায় জনসাধারণের যাতায়াত বিপজ্জনক।

এলাকাবাসী  বেশ কয়েকজনের সাথে কথা বললে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া যায়। বলেন, ‘এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের সড়কগুলো অনেক নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। রাস্তায় চলাচলে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হতে হয় শিক্ষার্থীসহ পথচারীদের।’

বুধবার ভারি বৃষ্টিতে খিলক্ষেতের প্রধান সড়কসহ বেপারীপাড়া, দক্ষিণ মধ্যপাড়া, উত্তরপাড়া, খাপাড়া, নামাপাড়া সহ পুরো এলাকার সড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে।

কুর্মিটোলা স্কুলের শিক্ষার্থী মারুফ কাজী বলেন, ‘আমাদের এলাকার রাস্তা-ঘাটের অবস্থা খুবই খারাপ। গত ৯ বছর ধরে এ ওয়ার্ডে নতুন কোনো রাস্তা করা হয়নি।’
এলাকার ব্যবসায়ী পারভেজ আলম বলেন, এ এলাকায় বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে যায়। মানুষের চলাচলে খুবই কষ্ট হয়।
এলাকার স্থানীয় বাসিন্দা সাবেক সরকারি কর্মকর্তা মজির উদ্দীন কষ্টের কথা উল্লেখ করে বলেন, ‘এই এলাকায় একটু বৃষ্টি হলেই মানুষ মসজিদে নামাজ পড়তে যেতে পারে না। তবে ৩০০ ফিট খালের সঙ্গে বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করা হলে জলাবদ্ধতার সমস্যা থাকত না।’

শীর্ষনিউজ/এ. সাঈদ