০৩:২৬ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ২২-মে ২০২৫

রাজবাড়ীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। 
বুধবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলের মোড় বটতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতরা হলেন-কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত হাবু শেখের ছেলে কোরবান শেখ (৫৫) এবং একই উপজেলার জানিপুর গ্রামের মৃত ফনিভুষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫)। কোরবান শেখ খোকসা কমলাপুর পুরাতন বাজারের ‘মাতৃ জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী এবং অশোক রায় মোড়াগাছা এলাকার ‘কৃষ্ণা জুয়েলার্স’-এর মালিক ছিলেন।

অপরদিকে একই দিনে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার হাবাসপুর বাজার এলাকায় অপর দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় লোকমান হোসেন (৪৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত লোকমান হোসেন হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মৃত বাবর আলী প্রামানিকের পুত্র।

এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য রাজবাড়ী জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

শীর্ষনিউজ/এ. সাঈদ