শীর্ষনিউজ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন।
হামলার ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় প্রতিপক্ষ সদলবলে আবুল কাশেম মোতাইতের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত কাশেম মোতাইতকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল কাশেম মোতাইত কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁ পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার দুপুরে সে বিরোধকে কেন্দ্র কাশেম মোতাইতের উপর হামলা চালায় কাশেম আলী খাঁয়ের লোকজন। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো: তানভীর হোসেন পিপিএম (সেবা) বলেন, গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারার আবুল কাশেম মোতাইত প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।
শীর্ষনিউজ/এওয়াই