১২:৪০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ২২-মে ২০২৫

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
বুধবার (২১ মে) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সদরের বাঙগাখা ইউনিয়নের জকসিন পোদ্দার বাজার সড়কের দুই পাশে ছাগলছেড়া ও আবিরখিল খালের ওপর গড়ে ওঠা অর্ধশতাধিক  অবৈধ  স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই অভিযানে অংশ  নেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জেলার বেশিরভাগ খালের দু-পাড় দখল করে কয়েক হাজার বহুতলভবন ও স্থাপনা গড়ে তোলেছে অসাধু প্রভাবশালী ব্যক্তিরা। ফলে সামান্য বৃষ্টিতে বন্ধ হয়ে যায় পানির প্রবাহ, পৌরশহর সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, খাল দখলমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী তিনটি স্তরে অভিযান শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসনে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শীর্ষনিউজ/এ. সাঈদ