১২:১৪ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ২২-মে ২০২৫

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সীমান্তে আটক ২০

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৩:৫১ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঝিনাইদহঃ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আরও ২০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১২ জন নারী ও ৩ জন শিশু। এ নিয়ে গত ১৫ দিনে প্রায় তিন’শ অনুপ্রবেশকারীকে আটক করলো মহেশপুর বিজিবি।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- মাগুরার শালিখা থানার চতিয়া গ্রামের বিধান মন্ডলের ছেলে বিপ্র মন্ডল (৩২), একই গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস (২৪), ঝিনাইদহ সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৭), নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাব্বি তালুকদার (২৪) ও পিরোজপুরের কাউখালি থানার জব্দকাঠী গ্রামের সুরেন্দ্র নাথ পাইকের ছেলে চিত্ত রঞ্জন পাইক (৬৪)। 

বিজিবি জানিয়েছে, আটক বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর, বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১২ জন নারী, ৩ জন শিশু ও প্রাপ্ত বয়স্ক পুরুষ ৫ জন। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

আটককৃতদের অনেকেই দাবী করছেন, ভারতে তাদের ওপর নির্যাতন এমনকি মারধর করা হচ্ছে। কাজের সন্ধানে তারা ৫/১০ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করতেন। ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিএসএফ তাদের বাধা দিচ্ছেন না বলেও অনুপ্রবেশকারী বাংলাদেশীরা জানান।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে। তাদেরকে যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক পুরুষ বাংলাদেশি নাগরিকদের নামে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

শীর্ষনিউজ/এওয়াই