১২:৪৩ পূর্বাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

"যতক্ষণ না ওলামায়ে দেওবন্দের আদর্শ গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের শান্তি নিরাপত্তা সংরক্ষণ হবে না"

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৭:১৪ অপরাহ্ন

মোয়াজ্জেম হোসেন, জয়পুরহাট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে "উলামায়ে দেওবন্দের অবদান" শীর্ষক আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সভাপতি মুফতি জুবায়ের হোসেন।

ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে  বাংলাদেশের সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক  

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন- " বাংলাদেশের মানুষ যতক্ষণ না ওলামায়ে দেওবন্দের আদর্শ কর্মসূচি গ্রহন করবে, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের শান্তি নিরাপত্তা স্বাধীনতা সার্বোভৌমত্বের সংরক্ষণ হবে না। আর এছাড়া বিকল্প কোন পথও নেই।"

সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহ সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা চোধুরী নাসির আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, সহ সভাপতি মাওলানা জোবায়ের হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি যোবায়ের মাহমুদ, যুব জমিয়তের সভাপতি হাফেজ ইব্রাহীম সবুজ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রাজিবুল হাসান।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এম কে