১২:০৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৫:৫৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, দিনাজপুর: প্রচণ্ড বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে সারবাহী ট্রাক উল্টে চালকসহ দুইজন আহত হয়েছে।

আজ সোমবার (১৯ মে) সকাল ৭টায় দিনাজপুর-পঞ্চগড়  মহাসড়কে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার  বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩৪) ও যাত্রী দেলোয়ার  (৩৬) হোসেন নিহত হয়। এছাড়াও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে  মো.ইমরুল (৪০) ও জুলফিকার আলী নামে আরো দুইজনের। আহতরা হলেন ,আল-মামুন (৪০), আবদুস মান্নান (৩৭), ও নাহিদ (৩২)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত  মানিক হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আবুল হোসেনের  ছেলে এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে।

ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকাল ৭টায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিল । পথিমধ্যেই ঘটনাস্থলে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।  

দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে।

ঘটনাস্থল থেকে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত পাঁচ জনকে ঠাকুরগাঁও  জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।

মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন জানান, এখন পর্যন্ত চারজন মারা গেছে। আহত ৩ জন চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দিনাজপুর সদর উপজেলার চুনিয়া পাড়ায় একটি সারবাহী ট্রাক উল্টে চালকসহ দুইজন আহত হয়েছে।

আজ সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চালকের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।  

শীর্ষনিউজ/প্রতিনিধি/এম কে