০৩:৫৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

রাজবাড়ীতে পুলিশের এসআইকে মারধর, গ্রেপ্তার ২

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৫:০১ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাজবাড়ীঃ মামলার তদন্তে যাওয়া রাজবাড়ী থানার এসআই সাব্বির হোসেনকে মারপিট ও জখমের ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর এলাকায় মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির এবং মো. মোসলেম মোল্লা। সোমবার (১৯ মে) সকালে তাদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার (১৮ মে) রাজাপুর মধ্যপাড়া এলাকায় রুপল হত্যা মামলার তদন্তে মাঠে ছিলেন রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন ও এএসআই শেখ আবুল হাশেম। মামলার বাদী পক্ষের আয়োজনে ওইদিন বিকেলে মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীদের একটি অংশ এজাহারভুক্ত আসামিদের বাড়িতে ভাঙচুর শুরু করে। পুলিশ ভাঙচুর থামাতে গেলে উত্তেজিত জনতা রাজাপুর গ্রামের মো. মোক্তার বিশ্বাসের বাড়ির সামনে সড়কে অবস্থানরত দুই পুলিশ সদস্যের ওপর লাঠি, ইট, রড নিয়ে হামলা চালায়।

হামলায় এসআই সাব্বির হোসেন গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে তাকে ও আহত এএসআই শেখ আবুল হাশেমকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এসআই সাব্বির হোসেন বাদী হয়ে সোমবার (১৯ মে) রাজবাড়ী সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শীর্ষনিউজ/প্রতিনিধি/রুবি