০৮:০১ অপরাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫

কুমারখালীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি একই উপজেলার লালন শাহ মাজার সংলগ্ন ছেউড়িয়া কারিগর পাড়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুরুজ আহমেদ মোটরসাইকেল যোগে কুমারখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ও কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
দুর্ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান শেখ জানান, কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাক্টরের চাপায় একজন নিহত হয়েছে বলে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

শীর্ষনিউজ/ আবু সাঈ