শীর্ষনিউজ, রাজশাহী: ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা ভারতের সঙ্গে চুক্তি নবায়ন করব। এর ব্যত্যয় ঘটলে আমরা আন্তর্জাতিক আদালতে যাবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শুক্রবার (১৬ মার্চ) বিকেলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব বলেন।
এর আগে রাজশাহী কলেজ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ। সভাপতিত্ব করেন ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা মরুভূমি তৈরি করেছে।
উপদেষ্টা বলেন, কাজেই এই বিচার আমরা চাইব। সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব। পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে।
সভায় সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী।
(শীর্ষনিউজ/ক.ম)