০৫:২৫ অপরাহ্ন সোমবার, ১২-মে ২০২৫

বিএসএফের হাতে নির্যাতিত ৭৮ জনকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, সাতক্ষীরা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৭৮ বাংলাদেশিকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ। তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে রেখে যায় বিএসএফ। এর এক দিন পর গতকাল শনিবার রাত ১১টার দিকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদের কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পে হস্তান্তর করা হয়।

 

বন বিভাগের কর্মকর্তারা জানান, এই ৭৮ বাংলাদেশির বেশির ভাগই অসুস্থ। কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন আছে।

 

উদ্ধার হওয়া লোকজনের মধ্যে আছেন নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের সাইদুল মোল্লা (২৭) ও একই উপজেলার আবু বকর (২২)। এই দুজনের বরাত দিয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, দুই বছর আগে কাজের সন্ধানে তারা অবৈধ পথে ভারতে যান। সেখানে তারা শ্রমিকের কাজ করতেন। ৬ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সন্দেশখালী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। সেখানে দুই দিন রাখার পর শুক্রবার ভোরে সুন্দরবনের বাংলাদেশের অংশে রেখে যায়।

 

বন কর্মকর্তা মশিউর রহমান বলেন, তাকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে জানানো হয়- উদ্ধার ৭৮ জন একপ্রকার কয়েকদিন না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের জন্য জরুরি ভিত্তিতে স্যালাইন, পানি ও খাবার প্রয়োজন। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন, আরজিবি ও বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহযোগিতায় খাবার ও অন্যান্য পথ্য নিয়ে শনিবার সকালে তিনি মান্দারবাড়িয়া ক্যাম্পে পৌঁছান।

 

সেখানে গিয়ে মশিউর রহমান দেখেন, অধিকাংশই অসুস্থ। একজনের হাত ভেঙে গেছে। আরও কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন আছে। তাঁদের খাবার, স্যালাইন ও পানি দেওয়ার পর তাঁরা কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর রহমানের কাছে রাত ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। তাদের মোংলা কোস্টগার্ড অফিসে নিয়ে যাবে বলে তাকে জানানো হয়েছে।

 

এ বিষয়ে জানতে মোংলা কোস্টগার্ডের মিডিয়া বিভাগের মুঠোফোন নম্বরে কল করলে কেউ সাড়া দেননি।

 

 (শীর্ষনিউজ/ক.ম)