০৩:৪২ পূর্বাহ্ন সোমবার, ২৬-মে ২০২৫

মহেশপুরে সমাজসেবা কার্যালয়ের সামনে হাঁটু পানি, দুর্ভোগে সেবা গ্রহীতারা

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৬:১৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঝিনাইদহ: প্রথমে দেখলে মনে হবে ডোবা বা পুকুরের অংশ। কিন্তু না এটা ঝিনাইদহের মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসের সম্মুখভাগ। সামান্য বৃষ্টিতে অফিসের সামনে হাঁটু পানি বেধে যায়। এতে চরম  ভোগান্তিতে পড়েন  সেবা গ্রহীতারা। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে এমন অবস্থার সৃষ্টি হলেও উপজেলা প্রশাসন স্থায়ী কোন সমাধান করেননি।

সরেজমিনে রোববার দুপুরে দেখা গেছে, কার্যালয়ের সামনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে আছে। ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কিংবা বিভিন্ন অনুদান নিতে আসা নারী, বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম মানুষদের পানির ভেতর দিয়েই অফিসে প্রবেশ করতে দেখা যায়।

সেবা নিতে আসা মজিবর রহমান নামের এক প্রবীণ ব্যক্তি বলেন, "বয়স হয়েছে, ঠিকমতো হাঁটতেই পারি না। এর মধ্যে হাঁটু পানি পেরিয়ে অফিসের ভেতরে যাওয়া খুব কষ্টকর। সরকার আমাদের সেবা দিতে গিয়ে যেখানে আরও সহজ করে দেওয়ার কথা, সেখানে উল্টো ভোগান্তি বাড়ছে।"

একই অভিযোগ করলেন জলি খাতুন নামের এক নারী। তিনি বলেন, "ভাতার কাগজ জমা দিতে এসেছিলাম। বৃষ্টির পর চারপাশে কাদামাটি আর পানি। গা কাপড় ভিজে গেছে।"

সেবা গ্রহীতাদের অভিযোগ, উপজেলা প্রশাসন অনাহুত কিছু উন্নয়ন করলেও সবচেয়ে প্রয়োজনীয় সমাজসেবা অফিসের সামনে ড্রেনেজ ব্যবস্থাটির কোন সমাধান করেনি। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, "বিষয়টি আমাদেরও জানা আছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।"

মহেশপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী খালিদ হাসান বলেন, "ড্রেনেজ সমস্যা চিহ্নিত করা হয়েছে। বাজেট বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।"

শীর্ষনিউজ/প্রতিনিধি/এসপিআর