শীর্ষনিউজ, রাজবাড়ী : রাজবাড়ীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের জীবন যাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তার কর্মসূচির আওতায় ইলিশ জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।
রোববার (২ মে) বেলা সাড়ে এগারোটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের শহরে অবস্থিত মিজানপুর অস্থায়ী কার্যালয় থেকে ৩৪১ জন ইলিশ জেলেদের মাঝে ৮০কেজি করে চাল বিতরন করা হয়।
জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে এপ্রিল ও মে দুই মাসে ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরন করা হয়। সদর উপজেলায় ৬ টি ইউনয়ন ও পৌরসভা সহ ১ হাজার ৪ শ জেলের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয় চলতি মাসে।
চাল বিতরনে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুর রহমান,প্যানেল চেয়ারম্যান মো. প্লাবন আলী,মিজানপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড সদস্য দুলাল ফকির সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এসপিআর