শীর্ষনিউজ, চুয়াডাঙ্গা: ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্যে কবির স্মৃতিধন্য চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে কার্পাসডাঙ্গা মিশন পল্লী আটচালা ঘর কবির স্মৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল এবং বর্ণাঢ্য র্যালী শেষে সকাল ১০ টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, আটচালা ঘর মালিকের ছেলে প্রকৃত বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার তিথি মিত্র। এছাড়াও সরকারি কর্মকর্তা ও সুধীজন এবং নজরুল প্রেমী উপস্থিত ছিলেন।
দুইদিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হবে। এর মধ্যে রবিবার (২৫ মে) বিকাল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা অরিনন্দম সাংস্কৃতিক সংগঠন কবির ‘রিক্তের বেদন’ নাটকটি পরিবেশন করবে। এবং সোমবার (২৬ মে) বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে নজরুল বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী।
শীর্ষনিউজ/এ. সাঈদ