১২:১৮ পূর্বাহ্ন সোমবার, ২৬-মে ২০২৫

ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) জেলা পুলিশ লাইন্স-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবিসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার, ফোর্স এবং পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন পুলিশ সুপার।

সভায় পুলিশ সুপার তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন যেকোনো কাজ থেকে বিরত থেকে জনসাধারণকে সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল),  জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি), ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

শীর্ষনিউজ/এ. সাঈদ