শীর্ষনিউজ, রাঙামাটি প্রতিনিধি: জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানে করণীয় নির্ধারণে রাঙামাটিতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪-০৫-২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভা আয়োজনের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ শনাক্তকরণ ও সমাধানের কৌশল নির্ধারণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুজ্জামান।
কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এতে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভার কার্যকারিতা, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ত্রিপক্ষীয় যোগাযোগের সেতুবন্ধন, শিক্ষার মান বৃদ্ধিতে অংশীদারিত্বমূলক প্রচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সমস্যা সমাধানের পথনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও টেকসই করতে হলে মাঠপর্যায়ের অংশগ্রহণ ও নিয়মিত পর্যালোচনা জরুরি। ত্রিপক্ষীয় সভা এর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।
কর্মশালার অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত কৌশল নির্ধারণের প্রস্তাব দেন।
শীর্ষনিউজ/এওয়াই