শীর্ষনিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রাইভেটকারর (চট্টমেট্রো ঘ ১১-১৮৫৩) গাড়ির সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) বিকেলে বাঁশখালী আনোয়ারা সড়কের তৈলারদ্বীপ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার ও তার গাড়ি চালক, বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়,বাঁশখালী থেকে আসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের প্রাইভেটকারে সঙ্গে তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার ও তার গাড়ি চালক এবং সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহতাব উদ্দিন চৌধুরী জানান, বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, বাঁশখালী আনোয়ারা সড়কে প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা সংঘটিত হলে এ ব্যাপারে প্রশাসন কিংবা ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এছাড়াও এ সড়কে সহস্রাধিক লাইসেন্স ও নম্বর বিহীন সিএসজি অটোরিক্সা বেপোয়ারা গতিতে চলাচলের অভিযোগ রয়েছে। ফলে প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা সংঘটিত হয়। এ সব গাড়ি থেকে মাসোয়ারা নিয়ে লাইসেন্স ও নম্বর বিহীন চলাচলের ব্যবস্থা করে একটি কুচক্রী মহল।
অপরদিকে বাঁশখালী সড়কের বর্তমানে সংস্কার কাজ চলমান থাকলেও তার ধীরগতি এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ। দীর্ঘ সময় বাঁশখালীর প্রধান সড়কের কিছু অংশ সংস্কার করা হলে ও তা নিয়ে সাধারণ জনগণ নাখোশ।
শীর্ষনিউজ/এ. সাঈদ