০১:৩৯ পূর্বাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫

তারুণ্যের সমাবেশ সফল করতে নেত্রকোনায় জেলা যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৫:০৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, নেত্রকোনা: আগামী ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায়, ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।   

নেত্রকোনার ছোটবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আজ ১৮ মে রবিবার দুপুরে জেলা যুবদল এ প্রস্তুতি সভার আয়োজন করে।

জেলার ১০ উপজেলা ও পাচঁটি পৌরসভার যুবদল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলার সমন্বয়ক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত। এসময় নেতারা বলেন, ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে।

শীর্ষনিউজ/ভজন দাস/এমকে