০১:৪০ পূর্বাহ্ন রবিবার, ১৮-মে ২০২৫

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু 

প্রকাশ : ১৭ মে, ২০২৫ ০৪:৫০ অপরাহ্ন

শীর্ষনিউজ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে মা কমলা বেগম(৭০) ও ছেলে জামাল হোসেন (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।

আজ শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বৃষ্টি থাকায় বাড়ির পালিত একটি গরু পাশের একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জিং অবস্থায় রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। পরে গরু বাঁচাতে প্রথমে জামাল হোসেন এগিয়ে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর জামালের মা কমলা বেগম ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও ছেলে। 
পরিবারের আরেক সদস্য জামালের বোন নাজমা, কিছুক্ষণ পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা ও ভাইকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে দুজনেই মৃত অবস্থায় পড়েছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহতের বিষয়টি গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম নিশ্চিত করেছেন।

শীর্ষনিউজ/এনআরএফ/ প্রতিনিধি