০৪:৫৭ পূর্বাহ্ন রবিবার, ১৮-মে ২০২৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

প্রকাশ : ১৭ মে, ২০২৫ ০৩:১৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, খুলনা: খুলনায় মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাহিন্দ্রাচালক কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের আনসার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫৫), একই উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মতিউর রহমান সানার ছেলে মহিনুর ইসলাম (৩৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত নূর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫০)।

শীর্ষনিউজ/ প্রতিনিধি/এম