১০:৪১ অপরাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

রাজবাড়ীতে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাজবাড়ী: রাজবাড়ীতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প ২য় ফেইজের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল এগারোটায় রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে কামার, কুমার, বাঁশ ও বেতপণ্য প্রস্তুতকারী, কাসা ও পিতলপণ্য, জুতা মেরামত, লোকযন্ত্র, লোকজ শিল্পী, নকশীকাথা, নাপিত, শীতলপাটি প্রস্তুতকারীসহ ১০ ধরনের প্রান্তিক জনগোষ্ঠিকে জরিপের মাধ্যমে নির্ধারন করা হয়েছে। সামাজিক নিরাপত্তার আওতায় যেসব প্রান্তিক জনগোষ্ঠি অবহেলিত তাদের জীবনমান উন্নয়নে ও কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা ও আর্থিক সহায়তার প্রদানের কথা জানানো হয়।

সেমিনারে উপস্থিতিত ছিলেন সদর উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রান্তিক জনগোষ্ঠির বিভিন্ন  শ্রেনীপেশার মানুষ।

এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবায়েত মো. ফেরদৌস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তছলিম আরিফ বিশ্বাস, জেলা সমাজসেবা কর্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল হাশেম, সহকারী সমাজসেবা কর্মকর্তা সালমা ইয়াসমীন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।

শীর্ষনিউজ/এ. সাঈদ