বুধবার, ২১-মে ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
  • অপরাধ
  • »
  • তুচ্ছ ঘটনায় জোড়া খুন: পিতৃহীন হলো ৪৫ দিনের শিশু!

তুচ্ছ ঘটনায় জোড়া খুন: পিতৃহীন হলো ৪৫ দিনের শিশু!

shershanews24.com

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, মাগুরা: মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে প্রতিবেশীর ছুরিকাঘাতে দুজন মারা গেছেন। রোববার (১৮ মে) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে মো. হাসান ইসলাম (২২) ঘটনাস্থলেই মারা যান। সোমবার (১৯ মে) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসানের চাচা শিপন শেখ (২৭)।


এ ঘটনায় আহত হয়েছেন হাসানের বাবা নির্মাণ শ্রমিক পাঞ্জু শেখ ও শিপন শেখের ভাই মিজান শেখ। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাদমান দুটি পক্ষের বাড়ি পাশাপাশি। রোববার রাত সাড়ে ১২টার দিকে আলম মোল্লার ঘরে উঁকি দেওয়ার অভিযোগে রিপন শেখ নামের একজনকে আটক করে গাছের সাথে বেঁধে মারধর করে আলম মোল্লা ও তাঁর পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, রিপন মানসিকভাবে অসুস্থ। খবর পেয়ে রিপনকে উদ্ধার করতে যান তাঁর আপন দুই ভাই মিজান শেখ, শিপন শেখ, চাচাতো ভাই পাঞ্জু শেখ ও ভাতিজা হাসান ইসলাম। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলম মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৩) ঘর থেকে ছুরি এনে এলোপাতাড়ি কুপিয়ে হাসানসহ চারজনকে জখম করে। তাঁদেরকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করেন। এবং শিপন শেখকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এক পক্ষ বাড়িছাড়া, অন্য পক্ষের স্বজনদের মধ্যে কান্নার রোল! 


চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিপন শেখ ছিলেন পেশায় রিকশাচালক। টিনের ছাউনি দেওয়া কাঁচা ঘরে স্ত্রী নাসরিন বেগম, পাঁচ বছরের এক মেয়ে ও ৪৫ দিন বয়সী এক ছেলে নিয়ে তাঁর সংসার। শিশুসন্তানকে কোলে নিয়ে শিপনের স্ত্রী বিলাপ করে বলেন, ‘আমার ৪৫ দিন বয়সী এই ছেলেকেও ওরা পিতৃহীন করে দিল। ভাইকে বাঁচাতে গিছিল সে। এই অবুঝ ছেলে মেয়ে নিয়ে আমি কীভাবে চলব? আমি সবার ফাঁসি চাই।’
ঘটনার পরপরই অভিযুক্তরা বাড়ি ছেলে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার অভিযুক্ত আলম মোল্লা ও তাঁর ভাইদের বাড়ি ভাঙচুর করে এলাকার লোকজন। এর মধ্যে আলম মোল্লার বাড়ি পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ চারটি বাড়িতে কাউকেই পাওয়া যায়নি।


ঘটনা সম্পর্কে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, একদম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ তদন্তে নেমেছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


শীর্ষনিউজ/এ. সাঈদ