সোমবার, ১৯-মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
  • খেলা
  • »
  • ২৪ ঘণ্টার ব্যবধানে ফের মাঠে মোস্তাফিজ, খেলছেন দিল্লির হয়ে

২৪ ঘণ্টার ব্যবধানে ফের মাঠে মোস্তাফিজ, খেলছেন দিল্লির হয়ে

shershanews24.com

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৮:২১ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: দারুন এক নাটকীয়তার পর আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমান। তবে গতকাল শনিবার বাংলাদেশের হয়ে মাঠে নামায় রোববার দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাচে খেলবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। চব্বিশ ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলা আসলেই সহজ নয়। তবে ভ্রমণক্লান্ত মোস্তাফিজের ওপরই ভরসা রেখেছে দিল্লি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ।

দিল্লি ও গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল এবং বেছে নিয়েছেন প্রথমে ফিল্ডিং। অর্থাৎ ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করছে দিল্লি।

টস জেতার পর গুজরাট অধিনায়ক গিল জানান, ‘আমরা বোলিং নিয়েছি। নতুন করে শুরু করাটা কঠিন, তবে এই বিরতি পেসারদের বিশ্রাম দিয়েছে, কাগিসো রাবাদা ফিরেছে—এটা বড় ব্যাপার। আমরা ভালো ছন্দে আছি, তবে তিনটা ম্যাচই জিততে হবে। আমাদের ফিল্ডিং আগের মতো ভালো ছিল না, সে জায়গায় কাজ করেছি। সবাই যেন নিজেকে ফিরে পায়, সেই প্রত্যাশা। উইকেটটা ভালো, রানপ্রসবা, আজ বড় স্কোর হতে পারে। একটাই পরিবর্তন—রাবাদা ফিরেছেন।’

অন্যদিকে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, ‘আমরাও ফিল্ডিং নিতে চেয়েছিলাম, তবে এখন ভালো স্কোর করার দিকেই মনোযোগ। আমরা ধাপে ধাপে ভাবছি, কোয়ালিফিকেশন নয়, এখন কেবল এই ম্যাচটাই গুরুত্বপূর্ণ। স্টার্কের ব্যাপারে ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করি, তবে চাই সবাই ১০০% ফিট থাকুক। আগের মতোই তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছি। মাধব তিওয়ারির জায়গায় দলে এসেছে বিপরাজ নিগম, আর মোস্তাফিজ খেলছেন স্টার্কের বদলে।’
এর আগে শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ফিজ। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি মূল্যবান উইকেট। কিন্তু ম্যাচ শেষ না হতেই নতুন মিশনের প্রস্তুতি। বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না। কারণ আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছেন মোস্তাফিজ।

দিল্লি ক্যাপিটালস: ডু প্লেসিস, অভিষেক পোরেল, সমীর রিজভী, কে.এল. রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, কুলদীপ যাদব, টি. নটরাজন, মোস্তাফিজুর রহমান। 

গুজরাট টাইটান্স: শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শারফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, আরশাদ খান, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

শীর্ষনিউজ/ বান্না