বুধবার, ২১-মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
  • অন্যান্য
  • »
  • মধ্যরাতে প্রকাশকের বাড়িতে জোরপূর্বক  ঢোকার চেষ্টা, আটক ৩

মধ্যরাতে প্রকাশকের বাড়িতে জোরপূর্বক  ঢোকার চেষ্টা, আটক ৩

shershanews24.com

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৪:০৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা:  ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে মধ্যরাতে জোরপূর্বক ঢোকার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাতে ওই তরুণরা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেফতারের দাবিতে বাসার সামনে অবস্থান নেন। পরে গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

গোলাম মোস্তফা বলছেন, ২০-২৫ জন তরুণ রাত সাড়ে ১২টার পর গিয়ে তার বাসার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, কয়েকজন ছেলে বাসার সামনে এসে হইচই করছিলো। তারা জোর করে বাসায় ঢোকার চেষ্টাও করে। পরে আমি ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। তাদের সঙ্গে কিছু সাদা পোষাকের লোকজন ছিলো। তারাও বাসায় ঢোকার জন্য বলেন। কিন্তু মধ্যরাত হওয়ায় দরজা খুলিনি।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা কেনো সেখানে গিয়েছিলো জিজ্ঞাসা করা হবে।

গোলাম মোস্তফার বিরুদ্ধে কোনও মামলা থাকার কথা এখনো শোনেননি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, হাক্কানী পাবলিশার্স থেকে ‘বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস’ (সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) শীর্ষক ১৪ খণ্ডের একটি সংকলন প্রকাশিত হয়েছে। এ সংকলনে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তৈরি করা গোপন নথিপত্র সংকলিত রয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ১৯৭৫ সালের পর ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন, তিনি এ সংকলনের সম্পাদনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বইটির প্রথম খণ্ডের মোড়ক উন্মোচনও তিনিই করেন।

স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রও ১৫ খণ্ডে প্রকাশ করেছে সংস্থাটি।

শীর্ষনিউজ/এওয়াই