শুক্রবার, ০৯-মে ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
  • বিনোদন
  • »
  • পলাশ সাহার মৃত্যুতে যা বললেন জায়েদ খান

পলাশ সাহার মৃত্যুতে যা বললেন জায়েদ খান

shershanews24.com

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৪:১০ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না; আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’ চিরকুটে কথাগুলো লিখে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ এ কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা।

পলাশের রেখে যাওয়া চিরকুট অনুযায়ী- পারিবারিক কলহের জের ধরেই নিজের জীবন দিয়েছেন তিনি। তার মৃত্যু বেশ চাঞ্চল্য তৈরি করেছে। নেটদুনিয়ায় এই র‌্যাব কর্মকর্তার মৃত্যুর পরবর্তী ছবি ছড়িয়ে পড়লে মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এই মৃত্যু কষ্ট দিয়েছে চিত্রনায়ক জায়েদ খানকেও। মার্কিন মুলুক থেকে বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইয়ের আত্মহত্যার খবরে শোক জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি।

লিখেছেন, ‘ছোট ভাই পলাশ। একই বিশ্ববিদ‍্যালয়ের হওয়াতে দেখা হলে ভালো লাগত। খুব ভালো ছেলে ছিল। দেখা হলেই হাসি দিয়ে বলতেন ভাইয়া চা খাবেন? ছেলেটা (পলাশ) আজকে পারিবারিক কলহের কারণে পৃথিবী ছেড়ে চলে গেল। মেনে নিতে কষ্ট হচ্ছে!’

পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ র‍্যাব-৭-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে। র‌্যাব চান্দগাঁও কার্যালয়ের নিজ কক্ষ থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

শীর্ষনিউজ