
shershanews24.com
প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৬:২১ অপরাহ্নশীর্ষনিউজ, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে উপাচার্যের ওপর হামলার চেষ্টা করেছে ছাত্র নামধারী দুষ্কৃতকারীরা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, অটোপাসের দাবিতে তার এ হামলা চালায়।
বুধবার (২১ মে) দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিছুটা আহত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় উপাচার্যকে ঘিরে ধরেন স্নাতক (পাস) ২০২২ এর পরীক্ষার্থীরা। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যকে হামলার চেষ্টা করেন।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য হলো যেকোনও অবস্থাতেই কোনও ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে না। আজকের এ ন্যাক্কারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, স্নাতক (পাস) কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিলো কিন্তু অটোপাস না দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এ স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯% পরীক্ষার্থী পাস করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (গণসংযোগ) মোস্তাফিজুর রহমান জানান, করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এ ব্যাচের শিক্ষার্থীদেরকে ইতোমধ্যেই গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এছাড়া এদেরকে খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে, যার ফল এ মাসেই বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানির পরিপ্রেক্ষিতে এ ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে এসে হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।
শীর্ষনিউজ/এওয়াই