বৃহস্পতিবার, ২২-মে ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • কুমারখালীতে কবর থেকে শহীদের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

কুমারখালীতে কবর থেকে শহীদের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

shershanews24.com

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, কুষ্টিয়া: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদের (১৭) মরদেহ উত্তোলনে বাধা দিয়েছে পরিবার। পরিবারের বাধা ও আবেদনের প্রেক্ষিতে মরদেহ উত্তোলন না করেই ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া কবরস্থানে মরদেহ উত্তোলন করতে গেলে পরিবার আপত্তি জানায়। নিহত হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি হাফেজ ও মাদরাসা ছাত্র ছিলেন।

জুবায়েরের বাবা কামাল উদ্দিন বলেন, ৫ আগস্ট রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিল আমার ছেলে। এ সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয়। এবং বিকেলে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তখন ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

তিনি আরও বলেন, আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে। এটা সবাই জানে। ঘটনাটি তদন্ত করলে এবং ঐ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমার ছেলের মরদেহ উত্তোলন করতে চাই না এবং ময়নাতদন্ত করার প্রয়োজন মনে করিনি। এজন্য মরদেহ উত্তোলন করতে দেইনি। আমার ছেলের হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ ঘটনায় মামলা তখন দায়ের করা হয়েছে।

জানা যায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত জুবায়ের আহমদের মরদেহ উত্তোলনের জন্য কুষ্টিয়া কুমারখালী উপজেলার লাহিনীপাড়া কবরস্থানে যান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল, মামলার তদন্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। কিন্তু মরদেহ উত্তোলনে শহীদ পরিবার আপত্তি জানায়। এ অবস্থায় মরদেহ উত্তোলন না করেই ফিরে যান তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল বলেন, বিষয়টি আদালতকে জানানো হবে।

শীর্ষনিউজ/এ. সাঈদ