শুক্রবার, ২৩-মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • মোংলায় ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

মোংলায় ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

shershanews24.com

প্রকাশ : ২২ মে, ২০২৫ ১০:১৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২২ মে) দিনভর সুন্দরবনের জয়মনিঘোল এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে দুই শতাধিক মানুষকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সব সময়ই পাশে থাকে কোস্ট গার্ড। এলাকার দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবাও দিয়ে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মোংলার জয়মনিঘোল এলাকায় 'তারুন্যের উৎসব'২৫ শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে প্রায় দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। মেডিকেল টিমের নেতৃত্ব ছিলেন মেডিকেল অফিসার সার্জন লেঃ রাইহানুল জান্নাহ।

শীর্ষনিউজ/এ. সাঈ