
shershanews24.com
প্রকাশ : ২২ মে, ২০২৫ ১০:০৩ অপরাহ্নশীর্ষনিউজ, সিলেট: সিলেট নগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে চালকদের তোপের মুখে পড়ে পুলিশ। অভিযানকালে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যেও বাঁধে সংঘর্ষ। এতে পণ্ড হয়ে যায় পুলিশের অভিযান।
বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই দফায় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে ব্যাটারিচালিত রিক্শাচালকরা। তখন কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে তারা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পার্শবর্তী পিডিবি পয়েন্টে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকটি রিকশা জব্দ করা হয়। এই খবর পেয়ে মেডিক্যাল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক পিডিবি পয়েন্টে জড়ো হয়ে পুলিশের অভিযানের প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা মেডিক্যাল-মদিনা মার্কেট রোড অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান পণ্ড হয়ে যায়।
এ ব্যাপারে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহামদ সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরে ওসমানী মেডিক্যাল সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান চালায়। তখন তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। অবরোধের একপর্যায়ে এক সিএনজি চালককে মারধর করে অটোরিকশাচালকরা। অটোরিকশা চালকদের সাথে সিএনজি চালকদের সংঘর্ষ হয়। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
শীর্ষনিউজ/এ. সাঈদ