
shershanews24.com
প্রকাশ : ২১ মে, ২০২৫ ০২:৫৮ অপরাহ্নমোঃআল আমিন, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার ধর্ষণ মামলায় আসামি রাব্বি শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬ ও কালিয়া থানা পুলিশ।
সোমবার (১৯ মে) বিকালে কালিয়া উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি শেখ উপজেলার খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইল ফোনে মামলার প্রধান আসামি রাব্বি শেখের পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮ এপ্রিল রাতে উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিনের (২৭)বাড়িতে নিয়ে যায়। সেখানে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তরুণীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে রাব্বি শেখ ও তার বন্ধু শাহিনের বিরুদ্ধে কালিয়া থানায় গত ২০ এপ্রিল ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে রাব্বি শেখ পলাতক ছিলেন।
সোমবার (১৯ মে) বিকালে গোপন সংবাদ পেয়ে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শীর্ষনিউজকে বলেন, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামি রাব্বি শেখকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এম কে