বৃহস্পতিবার, ২২-মে ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • 'অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির' কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবি

'অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির' কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবি

shershanews24.com

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৭:৫৩ অপরাহ্ন

 

শীর্ষনিউজ, রাঙামাটি: কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাকে মুক্তির দাবিতে রাঙামাটিতে অ্যাম্বুলেন্স মালিকরা মানববন্ধন করেন। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটির রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।

 

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে রাঙামাটি জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন ।

সংগঠনটির রাঙামাটি জেলা কমিটির সভাপতি দিদারুল আলম দিদারের সভাপতিত্বে মানববন্ধনে সহ-সভাপতি পলাশ কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সোহেলসহ সাধারণ অ্যাম্বুলেন্স চালকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ই মে বিকেলে রাজধানীর উত্তরা ১০ নম্বর সড়কের একটি ফার্মেসীর সামনে থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফাকে সম্পূর্ন অন্যায়ভাবে তুলে নিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।  

বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে