শীর্ষনিউজ, ঢাকা: ফ্যাসিবাদবিরোধী সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) বিকালে এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।
জামায়াত আমির বলেন, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ তা’য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।
এর আগে, আরেক স্ট্যাটাসে ‘বিভাজনমূলক’ বক্তব্য ও শব্দচয়নের জন্য দুঃখপ্রকাশ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
(শীর্ষনিউজ/ক.ম)