০২:০১ পূর্বাহ্ন শুক্রবার, ২৩-মে ২০২৫

বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলতে সবাইকে জামায়াত আমিরের আহ্বান

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০২:৩৮ অপরাহ্ন

শীর্ষনিউজ,ঢাকা : সমসাময়িক বিভিন্ন ইস্যুতে চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে এ ইস্যুগুলোকে কেন্দ্র করে চলছে যুক্তি আর পাল্টা যুক্তিতর্ক। এমনই এক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো সবাইকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। 

ওই পোস্টে তিনি বলেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।
শীর্ষনিউজ/এনআরএফ

এই পাতার আরো খবর