১২:১৬ অপরাহ্ন বুধবার, ১৪-মে ২০২৫

একাত্তর বাংলাদেশের ভিত্তিমূল, বাইপাস করলে বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ : ১৩ মে, ২০২৫ ০৪:২৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে।”

একাত্তরকে বাংলাদেশের ভিত্তিমূল বলেও উল্লেখ করেন তিনি।

এনসিপির যুবসংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ সামনে রেখে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির যুব উইংয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। একাত্তর আমাদের ভিত্তিমূল। আমরা চব্বিশে সেটা রিক্লেইম করেছি। এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, সেই কাঙ্ক্ষিত বাংলাকে কিন্তু আমরা এখনো পাইনি। আমাদের জাতীয় সংগীত আমরা মনে-প্রাণে বিশ্বাস করি। আমরা চাই যে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে, সোনার যে বাংলাটা রয়েছে, সত্যিকার সেই সোনার বাংলাটা হয়ে উঠুক।”

জাতীয় সংগীতের বিরোধীতাকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যারা জাতীয় সংগীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদের বলব, বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে অংশগ্রহণ করে আপনাদের মূলধারার রাজনীতিতে আসা উচিত। আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা এ ধরনের কার্যকলাপগুলোর বিরোধিতা করছি।”

“বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দনের যে জায়গাগুলো, আকাঙ্ক্ষার জায়গাগুলো”, সেখানে আঘাত না দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জাহেদুল ইসলাম। অন্যদের মধ্যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা ও যুগ্ম সমন্বয়ক (যুব) তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। তারা জানান, আগামী শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

শীর্ষনিউজ/ফারুক