০২:১২ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৩-মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে: জামায়াত আমির

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। এখন সময় এসেছে বিপ্লবী সরকারের কাছে জনতার প্রত্যাশা বাস্তবায়নের।”

 

শুক্রবার মধ্যরাতে রাজধানীর মগবাজার চৌরাস্তায় আয়োজিত এক পথসভায় শফিকুর রহমান এসব বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।

 

সরকারকে সতর্ক করে জামায়াত আমির বলেন, ‘জনগণ দেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ চায় না। তারা শান্তি, বৈষম্যহীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা চায়।তিনি বলেন, “আমরা জুলাইকে হারিয়ে যেতে দেব না। বরং এই চেতনা বুকে ধারণ করেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

 

শফিকুর রহমান বলেন, “ছাত্র ও জনতার ঐতিহাসিক বিপ্লবের অর্জন যেন দেশ ও জাতির কল্যাণে ব্যবহৃত হয়, সে জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

 

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দক্ষিণ মহানগরের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, দক্ষিণ মহানগরের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন ও ড. আব্দুল মান্নান এবং উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার।

(শীর্ষনিউজ/ক.ম)  

এই পাতার আরো খবর