১০:২১ অপরাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

রাজধানীতে বিশেষ যৌথ অভিযানে আটক ১২

প্রকাশ : ২০ মে, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী এবং র‌্যাব-২ এর।  সোমবার (১৯ মে) রাতে চালানো এই অভিযানে ১২ জন মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন- মো. আবুল খায়ের (৩০), মো. শান্ত (১৮), মো. রাসেল হাওলাদার (৩০), খাজা মো. প্রিন্স (২২), মো. জাকির হোসেন (২১), মো. নিরব আলী (১৮), মো. মজিবর (৫০), শ্রী রিংকু রাজবংশী (৩৯), মো. জাহাঙ্গীর হোসেন (২৭), মো. সাইদ হোসেন (২১), মো. বাবু (২৫) ও মো. সজিব (২৭)। 

এ বিষয়ে মঙ্গলবার (২০ মে) র‌্যাব-২ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করলে এসব মাদকদ্রব্য উদ্ধারে মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকায় সেনাবাহিনী ও র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 

এতে আরও বলা হয়েছে, এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ওই এলাকায় অভিযানে গেলে সেনাবাহিনী ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শীর্ষনিউজ/এনআরএফ