০৬:৪২ অপরাহ্ন সোমবার, ১২-মে ২০২৫
  • জাতীয়
  • »
  • বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিবৃতি 

পাওনা পরিশোধ ও শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করুন

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৪:৫৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, গাজীপুর: গাজীপুরের স্টাইল ক্রাফট গার্মেন্ট শ্রমিকদের ওপর মালিকের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী কর্তৃক নৃশংসভাবে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ সকালে সংগঠনের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলাকারীরা নারী শ্রমিকদের পরনের বস্ত্র ছিড়ে সম্ভ্রম হানি ঘটিয়েছে। অনেকেই আহত হয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলাকারীদের গ্রেফতারে তাৎক্ষণিক বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল করে গাজীপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনারের অফিসে গেলে চার সন্ত্রাসীকে আটক করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কিছুক্ষণ পরেই তাদের ছেড়ে দেওয়া হয়।যা নিন্দনীয় বলে উল্লেখ করে কঠোর সমালোচনা করেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন,  শ্রমিকদের পাওনা ২০ কোটি টাকা আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে মালিকপক্ষের নানামুখী ষড়যন্ত্র, চক্রান্তের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। 

সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার ঘোষণা অনুযায়ী গত ৭ এপ্রিলের মধ্যে পাওনা পরিশোধ না করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে মালিকপক্ষ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শ্রমিকদের পাওনা পরিশোধ করার জোর দাবি জানায় বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতৃবৃন্দ।  

শীর্ষনিউজ/মৌসুমী খানম