০৭:৪৫ অপরাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল, ডেপুটি পান্ত

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৩:১৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : ভারতের রোহিত শর্মার অবসরের পরপরই অবসর নেন আরেক সিনিয়র বিরাট কোহলি। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন শুভমান গিল।  
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে গিলের অধিনায়কত্ব শুরু হবে এই ওপেনারের। এটি হবে জাতীয় দলে গিলের পূর্ণ মেয়াদে প্রথমবার নেতৃত্ব পাওয়া ঘটনা। এছাড়াও টেস্টে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্তকে। 
এর আগে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ পর্যন্ত ভারতের অধিনায়কত্বে রোহিত ও তার সহকারীর ভূমিকায় ছিলেন জাসপ্রিত বুমরাহ।

অভিজাত এই ফরম্যাটে গিলকে অধিনায়ক করা ও টেস্ট স্কোয়াড ঘোষণা নিয়ে আজ (শনিবার) মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। 

তিনি বলেন, ‘হাতে থাকা প্রতিটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। গত এক বছর শুভমান গিলের দিকে নজর ছিল। একইসঙ্গে ড্রেসিংরুম থেকেও ফিডব্যাক পেয়েছি। পরিশেষে আমাদের আশা উপযুক্ত ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে।’ 
শীর্ষনিউজ/ এনআরএফ