১০:২৯ অপরাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

কুষ্টিয়ায় নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৭:০৬ অপরাহ্ন

প্রনব কুমার পাল, কুষ্টিয়া: প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৩ মে) বড় বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদ। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবে ইসলামি উত্তরাধিকার আইন পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের উৎস হিসেবে উপস্থাপন করা হয়। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। ধরনের বিতর্কিত, ইসলাম বিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে কমিশন বাতিলের দাবি করছি।

সমাবেশে মে শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণহত্যাসহ সকল গণহত্যার বিচার, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ভারতে মুসলিম নিধন বন্ধের দাবিও জানানো হয়।

 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে