শীর্ষনিউজ, আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরকে ‘অপারেশন বুনিয়ানম মারসুস’ এবং ভারতের বিরুদ্ধে ‘মার্কা-ই-হক’ নামে পরিচিত সংঘাতের সময়কালের নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২০ মে) দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা আসিম মুনিরের এ পদোন্নতি অনুমোদন দেয়।
গত মাসের পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। ৬-৭ মে রাতে নয়াদিল্লি পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ধারাবাহিক বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটে। ইসলামাবাদ পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করে প্রতিক্রিয়া জানায়। সূত্র: ডন।
ভারত কর্তৃক প্রেরিত ড্রোন আটকানো এবং একে অপরের বিমান ঘাঁটিতে পরস্পরের বিরুদ্ধে আক্রমণের পর ভারতের অনুরোধে ১০ মে মার্কিন হস্তক্ষেপের প্রয়োজন হয়। যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, উভয় পক্ষই অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছায়। পাকিস্তান আর কোনও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করে এবং আলোচনার প্রস্তাব দিলেও ভারত তখন থেকে তাদের আক্রমণাত্মক ভঙ্গি অব্যাহত রেখেছে।
উভয় দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে যুদ্ধবিরতির কোনও মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই, যা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে যে যুদ্ধবিরতি পুনর্নবীকরণ না করা হলে এ সপ্তাহান্তে এ যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। ফিল্ড মার্শাল হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা। এর আগে পাকিস্তানের জেনারেল মোহাম্মদ আইয়ুব খান এ পদমর্যাদা পেয়েছিলেন।
শীর্ষনিউজ/এওয়াই