০১:৫৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকার আশা পাকিস্তানের

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৭:০৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: সামরিক হটলাইনের মাধ্যমে প্রতিবেশী দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান যোগাযোগের কথা উল্লেখ করে, ভারতের সাথে যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।
 
প্রতিবেদন মতে, মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ‘আমরা আশা করি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি অক্ষুণ্ণ থাকবে।’ 
 
উভয় পক্ষের মধ্যে হটলাইন চালু আছে বলেও জানিয়েছেন তিনি। 

আহমেদ শরীফ চৌধুরী ব্যাখ্যা করেন, ভারতের সঙ্গে চার দিনের সংঘাতের পর, উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হটলাইনের মাধ্যমে যোগাযোগে ছিলেন। তার মতে, এই পদক্ষেপ পরবর্তীতে আরও উত্তেজনা ঠেকাতে অবদান রেখেছে।
 
পাকিস্তানের সামরিক এই মুখপাত্র আরও বলেন, ‘ভারতীয় আক্রমণের ফলে যে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আমরা স্বচ্ছতা বজায় রেখেছি। আশা করি ভারতও একই রকম খোলামেলা মনোভাব দেখিয়েছে।’

শীর্ষনিউজ/ বান্না
 

এই পাতার আরো খবর