০৪:০৭ পূর্বাহ্ন রবিবার, ১৮-মে ২০২৫

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা 

প্রকাশ : ১৭ মে, ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাজবাড়ী: রাজবাড়ীতে মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে রুপল শেখ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় রুপল শেখের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
নিহত রুপল রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।  

স্বজনরা জানান, রাজাপুর গ্রামের প্রবাসীর (রাকিবুলের) স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে গত মঙ্গলবার রাকিবুলের ভাই রাফিজুল ও তার পরিবারের লোকজন রুপলকে মারধর করেন। সেদিন মার খেয়ে রুপল শেখ বুধবার সকালে ঢাকা চলে যায়। স্থানীয় মাতবররা শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পরিবারের সদস্যরা তাকে ফোন করে বাড়িতে আনেন। শুক্রবার সন্ধ্যার দিকে প্রতিপক্ষ রাফিজুল, রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জন এসে রুপলকে ঘরের ভেতর থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ সদর হাসপাতালে নিয়ে যায়। এ  ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য অসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শীর্ষনিউজ/ প্রতিনিধি/এম