আব্দুল মালেক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। আজ শনিবার দিনব্যাপি ডা. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে চক্ষু, গাইনী, শিশুসহ ৫জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেছেন।
চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও দেয়া হয়। সেনাবাহিনীর এমন চিকিৎসা সেবা কার্যক্রমে স্থানীয়রা খুশি হয়েছেন বলে মন্তব্য করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওয়ালিদ জানান, এই এলাকায় দ্বায়িত্ব পালনের সময় আমরা অনুভব করেছি। অনেক বৃদ্ধ মানুষ আছেন তাদের চোখের সমস্যা, তাই একজন চক্ষু বিশেষজ্ঞ। এছাড়াও গাইনী, শিশু ও জেনারেল মেডিসিন সবমিলিয়ে ৫ জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের দেখেছেন।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে