শীর্ষনিউজ, কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দাতাকে ফরিদুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদুল কক্সবাজারের মহেশখালী দ্বীপের আওয়ামী লীগ নেতা ও হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
শুক্রবার দিবাগত রাতে মহেশখালী দ্বীপে অভিযান চালিয়ে ফরিদুল আলম ছাড়া আরও ৩ আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করা হয়েছে।
আটক হওয়া তিনজন হলেন— কালারমারছড়ার ডাক্তার আহমুদুর রহমান (৫৫), মিজানুর রহমান (৫০) ও মাতারবাড়ির মো. সাদ্দাম হোসেন (২৬)।
২০২৩ সালের ১৫ নভেম্বর মহেশখালী দ্বীপ উপজেলার কালারমারছড়া মাঠে আওয়ামী লীগের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফরিদুল ইসলাম পিটার হাসকে হুমকি দিয়েছিলেন।
তার বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। সে সময় বিভিন্ন গণমাধ্যমে ফরিদুলের বক্তব্যের সংবাদ প্রকাশ ও প্রচার হয়েছিলো।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে হোয়ানক ইউনিয়নের বানিয়াকাটা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ নিজ বাসা থেকে ফরিদুল আলমকে গ্রেফতার করে।
ওসি জানান, জুলাই-আগস্ট বিপ্লবের ঘটনায় দায়ের করা একটি মামলায় ফরিদুল আলমের নাম না থাকলেও তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
একই সময় মহেশখালী দ্বীপের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরও তিনজন আওয়ামী লীগ কর্মীকেও গ্রেফতার করে।
শীর্ষনিউজ/এওয়াই