সোমবার, ১৯-মে ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
  • রাজনীতি
  • »
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের

shershanews24.com

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ব্রাহ্মণবাড়িয়া: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারকে।

শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে আতাউর রহমান সরকারকে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আতাউর রহমান সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরাতন বাজারের (কাঞ্চনমুড়ী) বাসিন্দা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কসবা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি। এছাড়াও তিনি শিবিরের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তিনি বর্তমানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি লেখালেখি, সাংবাদিকতা ও সমাজ সেবায় অবদান রাখছেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় তিনি নিজেকে নিয়োজিত করেন। বর্তমানে তিনি একটি নিউজ পোর্টালের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলার পৌরশহরের ভাদুঘরস্থ জেলা জামায়াতের দলীয় কার্যালয় আল-হেরা কমপ্রেক্সে দিনব্যাপী ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি শিক্ষা শিবিরের এক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আতাউর রহমান সরকারের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দলের সাংগঠনিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তৃর্ণমূল পর্যায়ে ইতোমধ্যে আখাউড়া ও কসবার ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে দলীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শীর্ষনিউজ/ বান্না