
sheershanews.com
প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৮:২৫ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রস্তুত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দরকার।
আজ রোববার (২৫ মে) বিকাল ৫ টায় প্রধান উপদেষ্ঠার আহবানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এতে নিজ দলের নেতৃত্ব দেন জুনায়েদ সাকি। বৈঠকে নির্বাচন ইস্যুতে তার মতামত তোলে ধরেন সাকি।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগে প্রস্তুত করতে হবে। সেগুলো যদি যথাযথভাবে ফাংশন না করে তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে যায়। তাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই পুরোপুরি প্রস্তুত করে নিতে হবে। এবং দ্রুতই এই আয়োজন সম্পন্ন করতে হবে।
শীর্ষনিউজ/এ. সাঈদ