সোমবার, ২৬-মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য জবি শিক্ষার্থীর ওপর হামলা: গ্রেফতার ১

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য জবি শিক্ষার্থীর ওপর হামলা: গ্রেফতার ১

sheershanews.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৯:৪৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা।

আজ শনিবার (২৪ মে) শিক্ষার্থীর নিজ জেলা চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানায় এই হামলার ঘটনা ঘটে।

মেহেদী বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত মেহেদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শীর্ষনিউজ ডটকমের প্রতিনিধি আহত মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার এলাকায় একদল দুষ্কৃতিকারী মাদক ব্যবসায় জড়িত ছিল। তারা পতিত স্বৈরাচারের সহযোগী। আমি তাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা আমাকে ঘিরে ধরে এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে।

এ ঘটনায় মতলব(দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং আহত মেহেদীকে চাঁদপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। এ ঘটনায় শাহ জাহান নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ঘটিত টীম বাকিদের গ্রেফতার এর জন্য অভিযান চলমান রেখেছে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমি চাঁদপুর জেলা পুলিশ সুপার ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছেন।

শীর্ষনিউজ/এ. সাঈদ