মঙ্গলবার, ২০-মে ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
  • জাতীয়
  • »
  • নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল

নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল

shershanews24.com

প্রকাশ : ২০ মে, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : রাজধানীর নিউ মার্কেট এলাকার সেন্ট্রাল রোডে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে আহত করার একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, একটি মোটরসাইকেল এসে থামার সঙ্গে সঙ্গেই একজন যুবক আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং এরপর মোটরসাইকেলে থাকা দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া যুবককে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

ভিডিওতে দেখা যায়- গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখনই শার্ট পরিহিত আরেক যুবক তাকে ধরে মাটিতে ফেলে দেন। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর দুই যুবক নেমে এসে একের পর এক কোপাতে থাকেন।

স্থানীয়রা জানান, মুন্না বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন মইনুর ঘনিষ্ঠ। তিনি সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাকালীন সময়ে আশপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেননি। ভিডিওতে দেখা যায়, যুবকটি আত্মচিৎকার করলেও উপস্থিত মানুষজন দর্শকের ভূমিকায় ছিলেন। ঘটনার সময় রাস্তা দিয়ে প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছিল। রাত ১১টা ৩২ মিনিট ৪৫ সেকেন্ডে দুর্বৃত্তদের মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করতে দেখা যায়।

এ বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক জানান, মুন্নার দুই হাত ও মেরুদণ্ডে গুরুতর জখম হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগীর পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে।’

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সড়কের মোড়ে দুই যুবক দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ এক যুবক অন্যজনের ওপর চড়াও হন। কিছুক্ষণের মধ্যে দুটি মোটরসাইকেলে করে আরও দুই যুবক সেখানে যোগ দেন। মোটরসাইকেল থেকে নেমে দুজন ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। হামলার সময় পথচারী ও যানবাহন চলাচল করলেও কেউ এগিয়ে আসেনি।

রমনা বিভাগের পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয়ভাবে প্রভাব বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মইনু ও সৈকতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধ থেকেই মুন্নার ওপর হামলা হয়ে থাকতে পারে।
শীর্ষনিউজ/এনআরএফ