মঙ্গলবার, ২০-মে ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
  • জাতীয়
  • »
  • পাকিস্তানের এয়ার সিয়ালকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলো ঢাকা

পাকিস্তানের এয়ার সিয়ালকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলো ঢাকা

shershanews24.com

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৪:৪৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: এয়ার সিয়ালকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফ্লাই জিন্নাহর পর ঢাকা-করাচি রুটে এটি পাকিস্তানের আরেকটি এয়ার কোম্পানি, যাকে অনুমোদন দিলো বেবিচক।

সোমবার (১৯ মে) পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’-কে এ অনুমোদন দেয়া হয়। তার আগে গত ৩ ফেব্রুয়ারি ঢাকা-করাচি রুটে বিমান চলাচলের অনুমতি পায় ফ্লাই জিন্নাহ।

বেবিচক সূত্রে জানায়, তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী তারা জিএসএ নিয়োগ করে ফ্লাইটের স্লটের জন্য আবেদন করবে। শুধু পাকিস্তান নয়, এয়ার সিয়ালের মাধ্যমে বাংলাদেশের যাত্রীরা পাকিস্তানে ট্রানজিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে। 

পাকিস্তানের সর্বশেষ রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’ (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করতো। তবে যাত্রীসংখ্যা কমে যাওয়া এবং আর্থিক ক্ষতির অজুহাতে সে বছরই পিআইএ রুটটি বন্ধ করে দেয়।

শীর্ষনিউজ/এওয়াই