মঙ্গলবার, ২০-মে ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
  • আন্তর্জাতিক
  • »
  • ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প- পুতিনের ফোনালাপ

ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প- পুতিনের ফোনালাপ

shershanews24.com

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ১০:০১ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) তারা এ ফোনালাপ করেন।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাত ইউক্রেন যুদ্ধ বন্ধে উভয় নেতা আলোচনা করেছেন।

ওয়াশিংটন জানিয়েছে, এই যুদ্ধের অচলাবস্থা ভাঙতে না পারলে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত এটিকে ‘নিজেদের যুদ্ধ’ হিসেবে না গণ্য করে পিছু হটতে হতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার সৈন্য পাঠান, যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাত হিসেবে বিবেচিত হয়। ট্রাম্প এই যুদ্ধকে ‘রক্তক্ষয়ী’ আখ্যা দিয়ে একে অবসানের জন্য বারবার আহ্বান জানিয়ে আসছেন। তার প্রশাসন এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে দেখছে।

ট্রাম্পের চাপে গত সপ্তাহে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা ২০২২ সালের পর প্রথমবারের মতো বৈঠকে মিলিত হন। ইউরোপ ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানালে পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ওয়াশিংটন থেকে এবং পুতিন রাশিয়ার কৃষ্ণ সাগরের রিসোর্ট সোচি থেকে এই ফোনালাপে অংশ নিয়েছেন।

শীর্ষনিউজ/ বান্না